সুমন আহমেদ : চাঁদপুরের মতলব দক্ষিণে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে পেশ ইমাম নিয়োগে বয়স জালিয়াতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সদ্য নিয়োগ পাওয়া ইমামকে নিয়োগ না দিয়ে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ইমাম নিয়োগ ও এ ঘটনার তদন্তের জন্য জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থী।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে পেশ ইমাম নিয়োগের জন্য চলতি বছরের ১৮ এপ্রিল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন নিয়োগ কমিটি। যার স্মারক নং ০৫.২০.১৩৪৫.০০০.০৫.১১৫.২০২৩-৩৯০। বিজ্ঞপ্তি প্রকাশের পর গত ১৫ মে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্ধারিত একটি কক্ষে নিয়োগ (লিখিত পরীক্ষা) অনুষ্ঠিত হয়। পরদিন ১৬ মে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে। উক্ত পরীক্ষায় ১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ৪নং ধারায় স্পষ্ট উল্লেখ্য রয়েছে পেশ ইমাম পদের জন্য বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছর। কিন্তু প্রকাশিত ফলাফলে দেখা যায় মোঃ রাশেদুল ইসলাম নামে একজনকে পেশ ইমাম হিসেবে নির্বাচিত করা হয়েছে। যার জাতীয় পরিচয়পত্র (আইডি নাম্বার ৪৬৫৩৪৫৯৯৯২) অনুযায়ী জন্ম তারিখ ৮ জানুয়ারী ১৯৯৬ অর্থাৎ ২৭ বছর।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, ইসলামিক ফাউন্ডেশনের নীতিমালা অনুযায়ী মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালনা কমিটির সভাপতি হওয়ার কথা একজন মুসলমান বিসিএস কর্মকর্তা। নিয়োগ বিজ্ঞপ্তি ও ফলাফল প্রকাশে দেখা গেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের নাম।
এই বিয়ের মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস দেশের বাহিরে থাকার কারনে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এই বিয়ের সদ্য নিয়োগ প্রাপ্ত মো. রাশেদুল ইসলাম বলেন, আমার নিয়োগ হয়েছে কিনা সেটা আমি জানিনা। আপনি অফিস থেকে জেনে নেন, আর আমি জানি আমার বয়স ৩০ এর বেশি।
নাম প্রকাশ না করার শর্তে নিয়োগ পরিক্ষায় অংশ নেওয়া একজন বলেন, কোটি কোটি টাকা খরচ করে সরকার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের তৈরি করেছে। এটি ধর্মীয় প্রতিষ্ঠান। এখানে অস্বচ্ছ প্রক্রিয়ায় অবলম্বন করা ঠিক না। আমরা চাই স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিই যেনো এই পদে নিয়োগ পান।