ইমরান নাজির: চাঁদপুরের মতলব পৌর যুবলীগের ৮নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) বিকাল ৩টায় বরদিয়া কাজী সুলতান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে উদ্ধোধনী বক্তব্য রাখেন মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার।
পৌর যুবলীগের সহ সভাপতি জাবেদ হাসান সিদ্দিক এর সভাপতিত্বে এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক রোকনুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য অরুপ কর্মকার, চন্দন সাহা, সোহাগ পাটোয়ারী। আরো বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান, মতলব পৌর যুবলীগের সহ সভাপতি রিপন পাটোয়ারী, একেএম আজাদ, পারভেজ দেওয়ান, সম্মানিত সদস্য আতাউর রহমান ভিপি, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনু, কাউন্সিলর মামুন চৌধুরী বুলবুল, ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি লিটন গাজী, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ সম্পাদক হাসান শুভ্র প্রমুখ। সম্মেলনকে কেন্দ্র করে ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা বিশাল মিছিল নিয়ে সম্মেলন স্থলে এসে যোগদান করেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে মিজান গাজী, নুরুল ইসলাম নুরু গাজী, বিল্লাল গাজী, জামিল গাজী এবং সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম, কাউছার আলম হান্নান, আসাদুজ্জামান হ্নদয়, রাজিব বকাউল, হাবিব প্রধান, মোঃ রাসেল, নয়ন মাল প্রার্থীতা ঘোষণা করেন। প্রার্থীদের জীবন বৃত্তান্ত পৌর যুবলীগের নেতৃবৃন্দের কাছে জমা প্রদানের জন্য বলা হয় এবং পরবর্তীতে জেলা যুবলীগের সাথে আলোচনা করে কমিটির ঘোষণা করা হবে বলে জানিয়ে দেওয়া হয়।
এদিকে মতলব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক রোকনুজ্জামান রোকন বলেন, পৌর শাখার ১ নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ১৩ নভেম্বর বিকাল ৩টায় উত্তর বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং ৩নং ওয়ার্ডের সম্মেলন আগামী ১৫ নভেম্বর বিকাল ৩টায় কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল মাঠে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।