চয়ন ঘোষঃ
চাঁদপুর -২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও নায়েমের মহাপরিচালক আলহাজ্ব অধ্যাপক ড. লোকমান হোসেন মতলব প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
আজ ৩ নভেম্বর শুক্রবার বিকাল তিনটায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভোরের কাগজ প্রতিনিধি ও মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকন।
এ সময় স্থানীয় সংবাদপত্রের সাংবাদিকবৃন্দের মাঝে
উপস্থিত ছিলেন, সমকাল প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন, ইত্তেফাক সংবাদদাতা মোঃ আক্তার হোসেন, আমাদের সময় প্রতিনিধি মাহফুজ মল্লিক, ভোরের ডাক প্রতিনিধি আবু সায়েম মাস্টার, বাংলাদেশের আলো প্রতিনিধি আশরাফুল জাহান শাওলিন, নিউজ 21 জেলা প্রতিনিধি সমির ভট্টাচার্য্য, দৈনিক কালবেলা প্রতিনিধি চয়ন ঘোষ,আওয়ার বাংলাদেশ প্রতিনিধি লোকমান হাবিব, চাঁদপুর দৈনিক প্রবাহ প্রতিনিধি গোলাম হালদার মোল্লা, দৈনিক চাঁদপুর কন্ঠ প্রতিনিধি রেদওয়ান আহম্মেদ জাকির, দৈনিক শপথ প্রতিনিধি সোবাহান ফারুক, দৈনিক সংবাদ প্রতিনিধি জাহাঙ্গীর আলম, আদি বাংলা প্রতিনিধি তাসকিন আহমেদ দিপু, সাপ্তাহিক আজকোর মতলব ভারপ্রাপ্ত সম্পাদক আঃ মান্নান খান, মতলব কন্ঠ ভারপ্রাপ্ত সম্পাদক কামাল দেওয়ান, দিবাকন্ঠ প্রতিনিধি নিমাই ঘোষ, মতলবের জনপদ প্রতিনিধি লোকমান হোসেন বাবুল, শ্যামল ভট্টাচার্য্য প্রমুখ ।
ড. লোকমান হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের রাজনীতি করেছি। পরে ৭ম শিক্ষা ক্যাডারে যোগদান করে নায়েমের মহাপরিচালক দায়িত্বরত অবস্থায় ১৯২০ সালে অবসরে যাই। আমি বঙ্গবন্ধু গবেষণা পরিষদের নির্বাহী সভাপতি ও চাঁদপুর জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদকএবং উপজেলা আওয়ামী লীগের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ও বিজ্ঞান সংগঠনে সম্পৃক্ত থেকে দায়িত্ব পালন করছি। মতলব দক্ষিণ উপজেলা থেকে আমি একক প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশা করছি। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে আপনাদের সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।