চয়ন ঘোষঃ চাঁদপুরের মতলব দক্ষিণ কলেজ রোডে সততা বেকারীর বিপরীতে শহিদ জহির প্লাজার গার্মেন্টস দোকান ব্লু-হার্টের পাশে বৈদ্যুতিক খামে এ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে।
৪ জুন রবিবার রাত ১টায় এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। বাজারের নৈশ্য প্রহরী ও পরিছন্ন কর্মীদের হাক ডাকে আশেপাশের ব্যবসায়ী ও বাসা বাড়ীর লোকজন একযোগে জমায়েত হয়।
ঘটনাস্থলে থাকা নাহিন ফেরদৌস হৃদয় নামে একজন পথচারী বিষয়টি মতলব ফায়ার সার্ভিস ইউনিট কে তাৎক্ষণিক অবগত করেন এবং অল্প কিছুক্ষনের মধ্যেই ফায়ার সার্ভিস ইউনিট সেখানে উপস্থিত হন এবং অগ্নি নির্বাপন করেন।
স্টেশন অফিসার আসাদুজ্জামান নূরের পরিচালনায় এ অগ্নিকান্ড নির্বাপন করা হয়। অগ্নি নির্বাপন শেষে তিনি বলেন, বৈদ্যুতিক খামে শক সার্কিটের কারনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওয়াইফাই সংযোগের একটি বাক্স পুড়ে বিনষ্ট হয়, ব্যবসায়ীদের কোন ক্ষয় ক্ষতি হয়নি।
ব্লু-হার্টের প্রধান স্বত্তাধিকারী মোঃ খোরশেদ আলম বলেন, প্রথমে পল্লী বিদ্যুৎ অফিসে বিষয়টি অবগত করা হলে, তাৎক্ষনিক বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। ঘটনাস্থলে অনেকেই পানি বা অগ্নি নির্বাপন যন্ত্র এক্সটিং গুইসার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। অতঃপর ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আল্লাহর অশেষ কৃপায় বড় বিপদ থেকে বেঁচে গেছি।