স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর পৌরসভার ১১নং ওয়াডস্থ ১০৭নং মধ্য ইচুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন।
তিনি বক্তব্যে বলেন, ক্রীড়া শিক্ষার্থীদের পরিপূর্ন মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। ক্রীড়া শিক্ষার্থীকে সহিষ্ণু করে তোলে এবং পরাজয়কে মেনে নিতে মনোবল বাড়ায়। শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়াও শিক্ষার পাশাপাশি অপরিহার্য। খেলাধূলা সুস্থ্যতার জন্য প্রয়োজন। এর মাধ্যমে গড়ে উঠে শৃঙ্খলাবোধ এবং শিশুরা খুঁজে পায় বিশালতা। খেলাধূলার পাশাপাশি শিক্ষার কার্যক্রমকে এগিয়ে নেয়ার মানসিকতা প্রয়োজন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি ফারুক হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল হোসেন, স্থানীয় মহিলা কাউন্সিলর আয়েশা রহমান, চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম গাজী প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন মুন্সি, সদস্য শেখ রফিকুল ইসলাম, জাহাঙ্গীর বেপারী, মিজানুর রহমান খান, ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি নুর ইসলাম ভূঁইয়াসহ সকল শিক্ষকমণ্ডলীগণ।
সবশেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।