নিজস্ব প্রতিনিধিঃ দেশের অন্যতম রাজনৈতিক দল জাতীয় পার্টিতে প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনিরুল ইসলাম মিলন মনোনীত হওয়ার পর পরই তার কাছে কর্মী সমর্থকদের প্রত্যাশা বেড়েছে।
২৪ আগষ্ট শনিবার দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এক বিজ্ঞপ্তিতে মিলনকে প্রেসিডিয়াম সদস্য মনোনীত করেন। এদিকে খবরটি ছড়িয়ে পড়ায় মিলনের দেশের বাড়ী চাঁদপুরের ফরিদগঞ্জে আনন্দের বন্যা বয়ে যায় এবং কর্মী সমর্থকরা উল্লাস প্রকাশ করেন।
স্থানীয় জসিম উদ্দিন নামের একজন বলেন, জাতীয় পার্টি এদেশের একটি অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক দল। সেখানে আমাদের এলাকার মানুষ গুরু দায়িত্ব পেলেন। তাই আমরা আশা করবো তিনি তার দায়িত্ব পালনের মধ্য দিয়ে দলটির নেতাকর্মীর মনোবল বৃদ্ধিতে কাজ করবেন। অবহেলিত নিপিরীতদের জন্য নিজেকে মেলে ধরে সংগঠনকে অনেক দূর নিয়ে যাবেন।
এ বিষয়ে মনিরুল ইসলাম মিলন বলেন, অর্পিত দায়িত্ব পালনে জাতীয় পার্টির সকল নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করছি। তৃণমূল নেতাকর্মীদের আশা ভরসা যাতে পূরণ করতে পারি সেজন্য সবার দোয়া কামনা করছি।