আমি তো ভাই ফেইল করলাম তুমি করলে পাস,
কেমন করে পাস করলে জানে সবাই জানো তুমি সাব্বাশ সাব্বাশ।
কেমন করে কেমন করে মনে ভিষন প্রশ্ন জাগে
উত্তর নেই, দক্ষিনও নেই তুমি দেখি সবার আগে।
এখন দেখি তুমিই হলে খুবই সুফি,
একূল তোমার সেকূল তোমার, এরই কি নাম সুক্ষ্ম কারচুপি।
ছল করে বল করে পার হলে ভাই তরী,
আমি না হয় ভালো নেই তুমি কি ভাই সুখে আছো খুব আহামরি?
আমি কাঁদি তুমি হাসছো হাসো গাল পুরে,
ঐ দেখা যায় পতন তোমার নয়কো বহুদূরে।
কি যে তোমার কথা মালা
কি অপরুপ ছলা কলা,
মুগ্ধ আমি মুগ্ধ সবাই,
গুন গেয়ে যাই আমরা সদাই।
শুনে তুমি মহা খুশি,
ভুলে গেছো আছে অন্ধকার অমানিশি।
আমিতো ভাই ফেইল করলাম তুমি করলে পাস,
কেমন করে পাস করলে জানে সবাই জানো তুমি সাব্বাশ সাব্বাশ।
লেখক পরিচিতি– মনির হোসেন খান, সহকারী সম্পাদক, হিলশা নিউজ ডট কম