সোনার কাঠি রুপোর কাঠি
দেখা পাইনি আমি কোনদিও তার,
তাইতো আমি মানে একটি অসমাপ্ত চিঠি।
জল করে ছল করে কতজনায় নাড়লো কত কাঠি,
অধম আমি বোকা আমি বুঝতে পারিনি তার কিছু,
তাইতো আমি মানে একটি অসমাপ্ত চিঠি।
দুর্জনেরা সুজনেরা দুদিক থেকেই কোমড় বেধে টানলো,
মাঝে আমি অধম সব হারালাম, সব খোয়ালাম,
হৃদয় শুধু ব্যাকুল হয়ে কাঁদলো।
বোবা কান্নার শব্দ হয়না, এমন কান্নার শব্দ নেই,
তাই বুঝি সে কান্নার আওয়াজ শুনতে পেলনা কেউ।
সোনার কাঠি রুপোর কাঠি
রুপ কথাতেই মানায় বুঝি,
মিছে মোহে মিছেই তারে খুঁজি,
আমি মানে একটি অসমাপ্ত চিঠি।
চিঠির শুরুটা প্রেয়সী, প্রেমময়ী, সুধাময়ী,
মাঝখান তার পুরোটাই জ্বালাময়ী।
জ্বলছে আগুন, জ্বলছে দ্ধীগুন,
কোথায় পাবো ওরে সোনা আর রুপোর কাঠি,
আমি মানে একটি অসমাপ্ত চিঠি।