কেউতো আছেন লেইস ফিতা আর রেশমী চূড়ির ফেরিওয়ালা,
কেউবা আবার আইসক্রিম আর হাওয়াই মিঠাইর ফেরিওয়ালা,
কেউবা আবার ধ্যান ধারনার
জ্ঞান গরিমার ফেরিওয়ালা।
কেউবা আছেন অনেক নাচেন, নাচের ফেরিওয়ালা,
কেউবা আছেন বিন্দাস বাঁচেন, বাঁচার ফেরিওয়ালা
কেউবা আছেন ক্ষুদোয় বাঁচেন, ক্ষুদোর ফেরিওয়ালা।
আসলে ভাই বাঁচা মরার এমন খেলায় সবাই ফেরিওয়ালা,
কেউবা আছেন সহজ সরল
কেউবা আছেন প্যাচে গরল
প্যাচের ফেরিওয়ালা,
কেউবা আছেন বলছেন দারুন, আমিই তো ভাই মানবতার ফেরিওয়ালা,
ফেরিওয়ালা, ফেরিওয়ালা
এ কি জটিল ফেরির খেলা
আসলে ভাই শুনছেন সবি, দেখছেন সবি! ঐ যে ওপরয়ালা।
লেখক পরিচিতি- মনির হোসেন খান, সহকারী সম্পাদক, হিলশা নিউজ ডট কম