মা মাগো কতকাল হলো দেখা পাইনি তোমার ঐ প্রিয় মুখখানির,
তোমার আঁচলে ঘর্মাক্ত মুখ মুছতে পারিনা আজ কতোটা কাল হলো,
খোকা বলে ডাঁকেনা কেউ, ভালোবাসেনা কেউ,
এ কেমন নিয়ম মাগো এই ধরনীর।
তুমি বড্ড অভিমানে আমায় ফাঁকি দিয়ে লুকোলে কোন অতল গহ্বরে,
তুমি বিহীন জীবন আমার ঢাকলো অন্ধকারে।
মাগো তোমায় খুঁজে ফিরি এখানে ওখানে, ঘরে বাইরে আর স্মৃতির জানালায়,
কোথায়ও পাইনা তোমার দেখা মাগো চলে গেলে এ কোন অবেলায়।
মা মাগো কোথায় আছো, কেমন আছো, তোমার খোকার এ ডাঁক শুনতে কি পাও?
মা যদি আরেকটিবার তোমার ঐ মুখটি দেখতে পেতাম, তবে হয়তো জান্নাত খুঁজে পেতাম, মা আর একটিবার সাড়া দাও।
মা মাগো মন বলে দেখা হবে রোজ হাশরে,
মিনতি মাগো তখন রেখো আমায় আঁচল তলে আর তোমার শিয়রে।
মা মাগো কতকাল হলো দেখা পাইনি তোমার ঐ প্রিয় মুখখানির।
লেখক পরিচিতি– মনির হোসেন খান, সহকারী সম্পাদক, হিলশা নিউজ ডট কম