বিদায় বেলায় বন্ধু বলে চলে যায় ভালো থাকিস বন্ধু,
বন্ধু বোঝে না আমার ভালো থাকার জন্য তাঁকে আমার পাশে খুব প্রয়োজন।
বিদায় বেলায় প্রিয়জন বলে চলে যায় ভালো থেকো তুমি,
এই যে বন্ধুত্ব, আত্নীয়, পরিজন, এ সকলি এক মায়ার বাঁধন,
এমন তরো সম্পর্কের কতনা আয়োজন,
আসলে কেউ বোঝে না আমার ভালো থাকার জন্য বন্ধু তোর তোমাদের আমার পাশে থাকা খুব প্রয়োজন।
ভাইটি চলে যায় বিদায় বেলায় বলে যায় খুব ভালো থাকিস ভাই,
ভাইটি আমার বোঝেনা কিছুই ছাই,
আমার ভালো থাকার জন্য তোঁকে আমার পাশে যে বড্ড বেশি প্রয়োজন ভাই।
প্রিয়তমা বিদায় বেলায় বলে চলে যায়, তুমি ভালো থেকো,নিজের খেয়াল রেখো,
কি করে বোঝাই তাঁকে আমার ভালো থাকার জন্য
সব সময় তার আমার পাশে থাকা বড্ড বেশি প্রয়োজন।
বোন বলে ভাইটি আমার নিজের খেয়াল রাখিস, ভালো থাকিস,
বোন বোঝেনা তাঁকে ছাড়া কেমনে ভালো থাকি আমি?
বন্ধু, প্রিয়তমা, আত্নীয়, পরিজন,
সবাই বিদায় বেলায় বলে চলে যায়, তুই ভালো থাকিস
আসলে কেউ বোঝে না ভালো থাকার জন্য তাদের সান্নিধ্য সব সময় খুব প্রয়োজন।
বন্ধু, ভাই, প্রিয়তমা বিদায় বেলায় কেবলই বলে যাই ভালো থেকো,
বোঝে না কেউ ভালো থাকতে হলে তোমাদের সান্নিধ্য সব সময়ই চাই।
বিদায় বেলায় বন্ধু বলে চলে যায়, ভালো থাকিস বন্ধু,
কেমনে বোঝাই তাঁকে আমার ভালো থাকার জন্য তোঁকে যে আমার পাশে চাই বন্ধু।
আসলে কেউ বোঝেনা বন্ধু তোঁকে আর তোদের ছাড়া হয়না ভালো থাকা।
বিদায় বেলায় বন্ধু বলে ভালো থাকিস খুব ভালো থাকিস বন্ধু।
আসলে কেউ বোঝে না
ভালো থাকার জন্য তোঁকে পাশে চাই বন্ধু।
লেখক পরিচিতি- মনির হোসেন খান, সহকারী সম্পাদক, হিলশা নিউজ ডট কম