জন্মেছি যখন মরিতে হইবে তখন
কি করে করি তা অস্বিকার,
মৃত্যুকে দিয়েছি কথা মৃত্যুর সাথেই করেছি অঙ্গিকার।
মৃত্যু মানে চির সত্য মৃত্যুই শেষ কথা,
মৃত্যুর মাঝেই রয়ে যাবে দুঃখ যাতনা আর যতো ব্যাথা।
তুমি আমি যতই করিনা নানান ফিকির ফন্দি,
মনে রেখো ভাই মৃত্যুর সাথেই তোমার আমার সন্ধি।
কতো দুঃখ কতো কষ্ট, কতো যন্ত্রনা, মনের মাঝে লালিছি কতোনা ব্যাথা,
শোনরে ভাই শোন বন্ধু মানরে এবার
মৃত্যুই হলো শেষ কথা।
মৃত্যু আসবে যখন দেখবে না কেউ দেখবি শুধু তুই,
ব্যস্ত রবে কেউবা তখন ভুড়ি ভোজের আয়োজনে পাতে নিয়ে মস্ত রুই।
এটাই নিয়ম এইতো নিয়তি
তুমি আমি আসলে ভাই প্রজাপতি।
জন্মেছি যখন মরিতে হইবে তখন
কি করে করি তা অস্বিকার,
মৃত্যুকে দিয়েছি কথা মৃত্যুর সাথেই করেছি অঙ্গিকার।
লেখক- মনির হোসেন খান, সহকারী সম্পাদক, হিলশা নিউজ ডট কম।