অমরেশ দত্ত জয়ঃ মনেক্কা ফলকে দীর্ঘদিন চাঁদপুরে আঙ্গুর ফল নামে বিক্রির প্রতারণার অভিযোগে ৪ ফলব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
৮ মে সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
তথ্য মতে, মধুমাস উপলক্ষ্যে শহরের সায়াবানী, পালবাজার, কালবাড়ী রেলওয়ের পাশের ফলদোকানীরা জমজমাট ফল বিক্রি করছে। আর এই বিক্রিতে কেউ কেউ অধিক মুনাফার আশায় কমদামী মনেক্কাকে নাম পরিবর্তন করে আঙ্গুর ফল নামে উচ্চ দামে প্রতারণার মাধ্যমে বিক্রি করছেন। আর তাই বিষয়টি সম্পর্কে জনসচেতনা বাড়াতে এক অভিযানে ৪ ফল ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসব তথ্য জানিয়ে চাঁদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল বলেন, মনেক্কাকে আঙ্গুর ফল বলে বিক্রি এবং মূল্য তালিকায় মনেক্কার দাম পৃথকভাবে উল্লেখ না থাকা, কম দামের মনেক্কা ফল বেশি দামে আঙ্গুর বলে বিক্রি এবং প্রতারণার অভিযোগে অভিযান চালিয়ে ফলব্যবসায়ীদের জরিমানা করেছি।
তিনি আরও বলেন, মুরগী ব্যবসায়ীগণ মুরগী জবাই করে হাত দিয়ে মুরগীর চামড়া তোলার জন্য ১০ টাকা করে নিচ্ছেন যা অযৌক্তিক এবং অযাচিত ও ভোক্তার সাথে স্পষ্টত জুলুম। এ নিয়েও অভিযান চালিয়ে মুরগী ব্যবসায়ীদের সতর্ক করেছি। তারা বলেছেন, এখন থেকে এই অযৌক্তিক ১০ টাকা আর নিবেনা। ভোক্তার স্বার্থ সুরক্ষায় ভোক্তা অধিদপ্তরের এমন অভিযান চলমান থাকবে।