মনির হোসেন খানঃ মনেক্কা ফলে সয়লাব হয়ে রয়েছে চাঁদপুর শহরের ফলের দোকানগুলো। আর থোকায় থোকায় ঝুলিয়ে রাখা এই ফলকে আঙ্গুর ফল নামে বিক্রি করে প্রকাশ্যেই প্রতারণা করে চলছে ফল ব্যবসায়ীরা।
৭ জুন শুক্রবার বিকালে শহরের ওয়ারল্যাস বাজারসহ বেশ কয়েকটি ফলের দোকান ঘুরলে এই প্রতারণার অভিযোগের সত্যতা মিলে।
জানা যায়, মধু মাসে সবুজ আঙ্গুর ফলের চাহিদাকে কাজে লাগিয়ে কমদামি মনেক্কাকে নাম পরিবর্তন করে সহজ সরল ক্রেতাদের কাছে আঙ্গুর ফল নামে বিক্রি করা হচ্ছে। বর্তমানে কেজি প্রতি মনেক্কা ৩৪০ থেকে ৩৬০ টাকা পর্যন্ত রাখা হচ্ছে।
শাহজাহান নামের এক ক্রেতা বলেন, মনেক্কাকে আঙ্গুর ফল বলে বিক্রি করা হচ্ছে। মানুষ না চেনার কারনেই এমনটি করতে সহজ হচ্ছে। এমনকি ফলের মূল্য তালিকায় মনেক্কার দাম পৃথকভাবে উল্লেখ করা হচ্ছে না। এতে করে কম দামের মনেক্কা ফল বেশি দামে আঙ্গুর বলে বিক্রির প্রতারণা চালানো বাজারে সহজ হয়ে যাচ্ছে।
ওয়ারল্যাস বাজারের ফলের দোকানী আবুল কালাম বলেন, আমরা চৌধুরীঘাট বাজার থেকে মনেক্কা কিনে আনছি। মানুষকে কিছু বলতে হয়না। তারাই এগুলো সবুজ দেখে আঙ্গুর ফল ভেবে কিনে নিয়ে যাচ্ছে। আমরা ব্যবসায়ী হওয়ায় এ বিষয়ে কি করতে পারি?
এ বিষয়ে চাঁদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল বলেন, মনেক্কা মূলত আঙ্গুরের মতো হলেও এগুলো মিষ্টি না এবং সাইজেও যথেষ্ট বড়। যাই হউক সকলকে ফল সম্পর্কে সচেতন হতে হবে। আর যারা প্রতারণা করছে। দ্রুতই অভিযান করে মনেক্কাকে আঙ্গুর ফল বলে প্রতারণার মাধ্যমে বিক্রিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।