অনভীষ্ট প্রেমের শেষাগ্নে বেদনার মেঘমালার স্তুপ
বহুকালের জীর্ণশীর্ণ মনে তবু প্রেম বাসনার উঁকি
নৈরাশ্যের বেলাভূমিতে জেগে উঠে
একখণ্ড লালায়িত স্বপ্ন
একরাজ্য হতাশার উপকূলে রয়
অমৃত আশালতা,
উচ্ছলিত সুখের জোয়ারে
ভেসে আসে তোমার হৃদয়,
মুহুর্তেই বিষন্নমূর্তির বেদী ধ্বসে পড়ে
ক্ষুন্নচিত্তরা তড়িঘড়ি করে পালায়
বেদনার নীল রঙ হয় লজ্জাতুর
মায়াজালের মোহাবিষ্ট প্রবলতর হয়
অবশেষে এবং অবশেষে আমার বিলীনিতা
চিরাকাঙ্ক্ষিত চিত্তহারিণী
তুমিতে৷
লেখক- নুর হোসেন রুবেল