মতলব প্রতিনিধিঃ মন্দিরে মন্দিরে গিয়ে হিন্দু ধর্মালম্বীদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাঁদপুরের মতলব দক্ষিণ শাখার শিক্ষার্থীরা।
১২ আগষ্ট সোমবার দুপুরে শিক্ষার্থীরা মন্দিরে মন্দিরে গিয়ে সনাতনধর্মালম্বীদের সাথে মতবিনিময় করেন।
এদিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মতলব দক্ষিণের শিক্ষার্থীরা মতলব উত্তরের মাছুয়াখাল, সুজাতপুর, দুর্গাপুর ও লক্ষ্মীপুরের হিন্দুধর্মালম্বীদের মন্দির পরিদর্শন করেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মতলব দক্ষিণের শিক্ষার্থী সাকিব শেখ, জাহিদ হাসান ও মিনহাজুল ইসলাম বলেন, দেশের চলমান ক্রান্তিকাল কালে কোনো এক কুচক্রি মহল মুসলিমদেরকে হিন্দুদের প্রতিপক্ষ বানাতে চাচ্ছে। এতে করে একটি সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে ওই কুচক্রি মহল আমাদের বিজয়কে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে। এটা কোনভাবেই হতে দেয়া যাবেনা।
শিক্ষার্থীরা আরও বলেন, যেকোনো পরিস্থিতিতে হিন্দু-মুসলিম ভাই ভাই হয়ে একসাথে মোকাবেলা করার আশ্বাস প্রদান করছি। যা একটি জাতিকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ হওয়ার স্পৃহা যোগাবে। আমরা আমাদের হিন্দু ধর্মালম্বী ভাইদের বাড়ী ঘর মন্দিরসহ তাদের নিরাপত্তায় কাজ করবো।
এসময় শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাসের এমন উদ্যোগ সনাতন ধর্মালম্বীদের মনবোল বাড়াতে আশা জানিয়েছে বলে মন্তব্য করেন হিন্দু ধর্মালম্বীরা।