... বিস্তারিত
মহান বিজয় দিবসে ১২নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামীলীগের দোয়া
অমরেশ দত্ত জয়ঃ মহান বিজয় দিবসে চাঁদপুর সদরের ১২নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।১৬ই ডিসেম্বর বুধবার এই আয়োজন করা হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ১২নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী।এই সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়নাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার লক্ষণ চন্দ্র সরকার,ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আলমগীর শেখ,যুগ্ম-আহ্বায়ক ফাহিমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বাবু সহ আরো অনেকে।পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। এই দোয়া পরিচালনা করেন চান্দ্রা বাজার নদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা আরবী প্রভাষক মাওলানা রফিকুল ইসলাম।দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।এই দোয়ায় দেশ ও জাতির সমৃদ্ধি ও জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি’র সুস্বাস্থ্য কামনা ও তার স্বামী ডাক্তার তৌফিক নেওয়াজ,কেন্দ্রীয় যুবলীগ সদস্য জাফর ইকবাল মুন্না,ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমানের সুস্বাস্থ্য কামনা করা হয়েছে।