স্টাফ রিপোর্টারঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ‘মুক্তিযুদ্ধের চেতনায় মুক্ত চিন্তায় আমরা’ স্লোগানে গঠিত হওয়া মাট পর্যায়ের সাংবাদিকদের পেশাজীবী সংগঠন চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাব।
রবিবার (২৬ মার্চ) সকাল ১১টায় চাঁদপুর অঙ্গীকার পাদদেশে অস্থায়ী বেদিতে সংগঠনটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়।
এর আগে জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ আবদুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে সংক্ষিপ্ত র্যালীতে অংশ নেন নেতৃবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক কে. এম. মাসুদ, প্রচার সম্পাদক শ্যামল সরকার, আন্তর্জাতিক সম্পাদক নূর মোহাম্মদ খান, কার্যনির্বাহী সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমূখ।