মহসীন আলমঃ চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, চ্যানেল আই এর সাবেক স্টাফ রিপোর্টার, দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মরহুম ইকরাম চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া করা হয়।
৮ আগস্ট মঙ্গলবার বাদ জোহর এলাকার বিভিন্ন সুধীজন ও মুসুল্লীদের অংশ গ্রহনে চাঁদপুর সদর উপজেলার মহামায়া মান্দারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা (মোল্লাবাড়ী) জামে মসজিদে উক্ত দোয়া করা হয়।
উক্ত দোয়ার অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার প্রাক্তন রিপোর্টার মোঃ কামাল হাজী, মান্দারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা নেছার আহমাদ।
সংক্ষিপ্ত বক্তব্যে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হাজী বলেন, মরহুম ইকরাম চৌধুরী একজন সৎ ও বিনয়ী সাংবাদিক নেতা ছিলেন। সাংবাদিতা ছিল তার নেশা ও পেশা। সততা ও অধিকতর পরিশ্রমের ফলে এ পেশায় থেকে তিনি অনেক সম্মান অর্জন করতে সক্ষম হয়েছেন। তার আদর্শে অনেকে সাংবাদিকতা পেশায় এসে অধ্যবধি সুনামের সহিত বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করে আসছেন। তিনি সব সময় সাংবাদিকদের কল্যাণের জন্য কাজ করেছেন। এছাড়া জীবদ্দশায় তিনি লিখুনীর মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরেছেন গণমাধ্যমে। আমি তার পত্রিকায় প্রথম দিকে কাজ করার সুবাধে বুঝতে পেরেছি তিনি দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকা বের করতে সব সময় নিজের সাথে যুদ্ধ করে গেছেন। কারন সার্বিক দিক দিয়ে একটি পত্রিকা একজন ব্যক্তির পক্ষে নিয়মিত বের করা বেশ কঠিন কাজ। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি।
অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা নেছার আহমাদ বলেন, যুতটুকু জেনেছি মরহুম ইকরাম চৌধুরী একজন ভালো মানের মানুষ ছিলেন। তিনি তার কর্ম জীবনের বিভিন্ন অবস্থানে থেকে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আমি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি। তার প্রতিষ্ঠিত চাঁদপুর দর্পণ পত্রিকা যেনো বেঁচে থাকে এবং মানুষের কল্যাণের জন্য কাজ করে সে জন্য আপনারা দোয়া করবেন।
দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার মহসীন আলম এর আয়োজনে উক্ত দোয়ার অনুষ্ঠানে অংশ গ্রহন করেন মান্দারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোঃ আওলাদ হোসেন মোল্লা, উক্ত মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক ও দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার প্রাক্তন রিপোর্টার মোঃ তারিকুল ইসলাম, প্রভাষক ড. মোঃ মোশাররফ হোসেন, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান হাওলাদার সাজু, মান্দারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম মোল্লা, রফিকুল ইসলাম, সাইফুল গনি, জাহাঙ্গীর হোসেন, মান্দারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহনেওয়াজ খান, সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ মোবারক পাটওয়ারী, ব্যবসায়ী ইয়াছিন পাটওয়ারীসহ এলাকার সুধীজন ও মুসুল্লিগণ।
মিলাদ পরিচালনা করেন মান্দারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ শরিয়ত উল্লাহ। মুনাজাত পরিচালনা করেন উক্ত মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা নেছার আহমাদ। পরে অংশ গ্রহনকারী নেতৃবৃন্দ ও মুসুল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, সাংবাদিক নেতা মরহুম ইকরাম চৌধুরী ২০২০ সালের ৮ আগস্ট কিডনী সমস্যা জনিত কারনে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি চাঁদপুরের সাংবাদিক অঙ্গনে একজন বরেণ্য ও শ্রদ্ধাভাজন সাংবাদিক নেতা ছিলেন। কাজ করে গেছেন প্রেসক্লাব ও সাংবাদিকদের কল্যাণে।