মহসীন আলমঃ চাঁদপুর সদর উপজেলার মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ে প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা, পরবর্তী করনীয় ও বিভিন্ন দিক-নির্দেশনাসহ শিক্ষার মানোন্নয়ন নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৩ জুলাই বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির সমন্বয়ে এ অবহিতকরণ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশের শুরুতেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল অভিভাবকদের হাতে তুলে দেন। এ সময় সমাবেশের অতিথিবৃন্দ কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে পুরস্কার (কোরআন শরীফ) বিতরণ করেন।
পরে বক্তরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের করনীয় বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম মোল্লা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত হয়ে প্রতিদিনের পড়া প্রতিদিনই শেষ করতে হবে। পড়া না বুঝলে শিক্ষক বা অভিভাবকদের জানাতে হবে। বাড়ীতে রুটিন করে পড়ালেখা করতে হবে। এছাড়া মোবাইল ব্যবহার পরিহার করতে হবে।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা শিক্ষার্থীদের জন্য পড়ালেখাে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। তাদের সাথে বন্ধুত্ব সৃষ্টি করে সব সময় তাদের নজরদারীতে রাখতে হবে। পড়ালেখার মান বিষয়ে শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতে হবে।
এছাড়াও প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিয়মিত পাঠদান পরিকল্পনা তৈরি করে আগে নিজে পাঠ করে নিতে হবে। দূর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের প্রতি বাড়তি খেয়াল রাখতে হবে, তাদের পড়ালেখায় উৎসাহ দিতে হবে। সকল শিক্ষার্থীদের পাঠ্য পুস্তুকের পাশাপাশি মানবিক শিক্ষা দিতে হবে।
প্রয়োজনে অভিভাবকদের সাথে শিক্ষার্থীর পড়ালেখান মান বিষয়ে যোগাযোগ করতে হবে। তিনি সকলের উদ্দেশ্যে হুশিয়ারী করে বলেন, এবার নির্বাচনী পরীক্ষায় অবিবেচিত শিক্ষা্র্থীদের এসএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম ফিলাপের সুযোগ দেওয়া হবে না।
সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ সফিউল আলম সাইফুল পাটওয়ারী, অভিভাবক সদস্য সহিদুল হক সেলিম, সহকারী শিক্ষক মোঃ হাসানাত হোসেন রাজিব, অভিভাবক মোঃ হারুন মিজি প্রমুখ। উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মোস্তফা হাজী, অভিভাবক মোঃ মোস্তফা মিজি, খালেক পাটওয়ারী, আবু জাফর, নজরুল ইসলামসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।