মহসীন আলমঃ চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে অগ্নিকান্ডে পুঁড়ে গেছে ফারহান ক্লোথ এন্ড গার্মেন্টের মালামাল। এছাড়া বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেলো কয়েক’শ দোকান। তবে অগ্নিকান্ডের কারন জানা যায় নি। অগ্নিকান্ডে ২৫/৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকানের মালিক।
২০ মে শনিবার সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, মহামায়া বাজারের গুড়পট্টির শেষ প্রান্তে ফারহান ক্লথ এন্ড গার্মেন্টে গতকাল ১৯ মে শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় অগ্নি সংযোগ ঘটে।
এসময় আশেপাশের লোকজন এসে আগুন স্থানীয়ভাবে আগুন নিভাতে কাজ করে। আগুনের খবর পেয়ে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে আসার কয়েক মিনিট আগেই স্থানীয়রা আগুন নিভাতে সক্ষম হয়। ততক্ষনে দোকানে মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়।
দোকানের মালিক মোঃ দেলোয়ার হোসেন দুলু জানান, রাতে বিদ্যুতের মেইন সুইচসহ সকল সুইচ বন্ধ করে দোকানের তালা লাগিয়ে বাড়ীতে চলে যাই। পরে রাত দেড়টার দিকে আগুনের খবর পেয়ে বাজারে দোকানের কাছে আসেন।
এসময় দোকানের গার্মেন্টস মালামালসহ সকল কাপড় ও অন্যান্য মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। এতে দোকানে থাকা মালামাল সহ প্রায় ২৫/৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, বিদ্যুতের সকল সুইচ বন্ধ ছিলো, এছাড়া দোকানে কয়েল জালানো হযনি। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা তিনি বলতে পারছেন না।