মহসীন আলমঃ চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে হাজী বরকত উল্লাহ জুয়েলার্স এর উদ্বোধন করা হয়েছে।
১৭ জুন শনিবার সকালে মহামায়া বাজারের কাপড়ীয়া পট্টিতে বিশেষ দোয়ার আয়োজন ও ফিতা কেটে শুভ উদ্বোধন করেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী। “আজকের সৌন্দর্য আগামী দিনের সঞ্চয়” শ্লোগানে দেশী বিদেশী ডিজাইনের স্বর্ণ ও রুপার বাহারী সংগ্রহে ও আকর্ষনীয় ডেকোরেশনে হাজী বরকত উল্লাহ এই দিয়েছেন এই স্বর্ণ রৌপ্য বিতান। পাশাপাশি উক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ কারিগর দ্বারা নতুন ডিজাইনের গহনা তৈরী ও মেরামত করা হয়।
উক্ত জুয়েলার্স উদ্বোধনকালে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী , মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের খোকা, চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মনির হোসেন, সদর উপজেলা যুবলীগের সাবেক নেতা আরিফুর রহমান সুজন বাজারের ব্যবসায়ীগণ।
এর আগে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ সাইফুল ইসলাম।