স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদরের বাগাদীতে ফুটবল খেলায় হেরে যাওয়ার জেরে এক সহপাঠী তার অন্য সহপাঠী যুবককে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করেছে।
সোমবার রাত ৮ টায় দক্ষিণ নানীপুর গ্রামের আমিন বেপারী বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত যুবক হচ্ছেন হেলাল বেপারীর ছেলে মেহেদী বেপারী(১৮)। পরিবারে ২ ভাই ও ২ বোনের মধ্যে মেহেদী সবার বড়।
চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক ওমর ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার পূর্বেই মেহেদী মারা গেছে। তার বুকে ছুরির ২ টা ঘা দেওয়ায় অতিরিক্ত রক্ষক্ষরণে এ মৃত্যু হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশীদ বলেন, মেহেদী বেপারীকে ছুরিকাঘাত করা তার সহপাঠী যুবক বরকত বেপারীকে আটক করে আমরা ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছি।