হিলশা নিউজ ডেক্সঃ চাঁদপুর কুমিল্লা রোড সংলগ্ন মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের বিপরীতে দারুল আজিজ ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোঃ হাছান মাল (১৩) মাদ্রাসা থেকে নিখোঁজ হয়েছে। সে হেফজ বিভাগের ছাত্র ছিল।
নিখোঁজ মোঃ হাছান মাল চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোঃ দুলাল মালের বাড়ির মোঃ ইয়াছিন মালের ছেলে।
পারিবারিক সূত্রে নিখোঁজ ছাত্রের বাবা মোঃ ইয়াছিন মাল জানান, মঙ্গলবার (১১ জুলাই) সকালে মাদ্রাসার মোহতামিম মাওঃ আবু ইউছুফ তাকে ফোন করে বলেন যে, তার ছেলে হঠাৎ মাদ্রাসা থেকে কাউকে কিছু না বলে ভোর ৫ টার সময় মাদ্রাসা থেকে নিখোঁজ হয়।
পড়ে তাকে আত্মীয়-স্বজন সহ অনেক খোঁজা খুজির পর না পেয়ে ছেলের শোকে তার মা বারবার অজ্ঞান হয়ে পড়েছে।
যদি কোন সু-হৃদবান ব্যক্তি ছেলেটির খোঁজ পেয়ে থাকলে মেহেরবানী করে নিম্ন ঠিকানায় পৌঁছে দেওয়া বা নিম্ন মোবাইল নাম্বারে যোগাযোগ করা জন্য অনুরোধ করেন তার পিতা মোঃ ইয়াছিন মাল।
সন্ধানপ্রার্থী মোঃ ইয়াসিন মাল।গ্রাম ও পোঃ আশিকাটি,উপজেলাঃ চাঁদপুর সদর, জেলাঃচাঁদপুর।
মোবাইল নাম্বারঃ-01688420240