মোঃ হোসেন গাজীঃ ছোট বেলা থেকেই নানী ও মামার কাছেই মানুষ হয়েছেন মাসুদ চৌকিদার(৩৫)। তাই তার স্বপ্ন ছিলো নানী ও মামাকে নিয়ে হেলিকাপ্টারে চড়বেন। নানীর বয়স হয়ে যাওয়ায় নানীকে নিয়ে না পাড়লেও এবার মাসুদ চৌকিদার মামাকে নিয়ে হেলিকাপ্টারে চড়ার সেই স্বপ্ন পূরণ করলেন। মালেশিয়ায় দীর্ঘ প্রবাস জীবন কাটানো শেষে ঢাকা হতে চাঁদপুরের হাইমচরে ফিরলেন এবার হেলিকাপ্টারে চড়ে।
২৮ সেপ্টেম্বর বুধবার বিকালে তিনি হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মামাকে সাথে নিয়ে হেলিকাপ্টার থেকে অবতরণ করেন। এসময় তার সফর সঙ্গী ছিলো মামা ছাড়াও আরো নিকট আত্মীয়। আর তাই তার এই স্বপ্ম পূরণে উচ্ছস্বিত হাইমচরবাসী এক নজর তাকে দেখতে ফুলের মালা নিয়ে হেলিকাপ্টার ঘিরে ভীড় জমান।
স্থানীয় আলগী বাজার ব্যবসায়ী মঞ্জুর আলম ‘হিলশা নিউজ‘-কে বলেন, মাসুদ চৌকিদার কমলাপুর গ্রামের শফিক চৌকিদার ও সেলিনা বেগমের একমাত্র পুত্র সন্তান। গত ৫ বছর পর প্রবাস জীবন শেষে বাড়ী ফেরার পথে তিনি মামাকে নিয়ে হেলিকাপ্টারে চড়ার স্বপ্ন পূরণ করলেন। দাম্পত্য জীবনে তার স্ত্রীসহ এক কন্যা সন্তান রয়েছে।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে মালেশিয়ান প্রবাসী মাসুদ চৌকিদার ‘হিলশা নিউজ‘-কে বলেন, আমাকে কোলেপিঠে করে আমার নানী ও মামা বড় করেছেন। তাই দীর্ঘদিনের ইচ্ছে ছিলো মামাকে ও নানীকে হেলিকাপ্টারে চড়াবো। আমি এর আগেও প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরলেও সে স্বপ্ন আমি পূরণ করতে পারি নাই। এবার দীর্ঘ ৫ বছর পর প্রবাস জীবন কাটিয়ে ফেরার পথে ঢাকা থেকে হেলিকাপ্টারটি ভাড়া নিয়ে চাঁদপুরের হাইমচর ফিরলাম। আমি সবার দোয়ায় এভাবেই আমার সব স্বপ্নগুলো পূরণ করতে চাই।