হঠাৎ আমার ফোনে একটি মেসেজ আসলো। ওপেন করে দেখি সত্তর টাকার গ্রামীনফোন রিচার্জ । বুঝতে আর বাকি রইলো না এ টাকা কোথা থেকে কিভাবে আসলো।
আমার ছাতা হারানোর একটা অভ্যাস আছে। জীবনে কয়টি ছাতা হারিয়েছি তার হিসেব নেই। এইবার ছাতা কেনার পর ভিতরের দিকে লিখে রাখলাম “এই ছাতাটি কেহ পেলে নিম্ন নম্বরে সত্তর টাকা রিচার্জ করুন। ছাতার দাবি স্বইচ্ছায় ছেড়ে দেবো”।
কিছু দিন আগেই আমার ছাতাটি হারিয়ে গেছে। নিশ্চয়ই যেই ভদ্রলোক ছাতাটি পেয়েছেন তিনিই এই টাকাটা পাঠিয়েছেন। আমার ফোনে ভুল করে কেউ কোনদিন দশ টাকাও পাঠায়নি তাই আমি ওভার শিওর।
কিছু দিন পর আবার সত্তর টাকা আসলো। নিশ্চিত সেই ভদ্রলোক ছাতাটি হারিয়ে ফেলেছেন। প্রার্থনা করলাম, ছাতা তুই হারাতে থাক। সারা জীবনের ছাতা হারানোর টাকা একবারে তুলে নেবো।
একটু চালাক না হলে বেঁচে থাকা কঠিন!