স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরে নুরুল ইসলাম শেখ(৪৬) নামে একজন বজ্রপাতে মারা গেছেন। তিনি মুন্সীগঞ্জের টলিরবাড়ীর মান্দা গ্রামের খলিল শেখের ছেলে।
২১ মার্চ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. ওমর ফারুক সবুজ।
তিনি বলেন, আমরা তাকে মৃতই পেয়েছি। বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
চাঁদপুর চৌধুরীঘাটের ফল ব্যবসায়ী মাসুদ বলেন, ট্রলারে করে তরমুজ নিয়ে এসেছিলেন নুরুল শেখসহ অন্যরা। তারা ঘাটে ভিড়ার আগেই বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। তখন নদীতে থাকা অবস্থাতেই বজ্রপাতে নুরুল ইসলাম আহত হয়। তাকে পরবর্তীতে ধরাধরি করে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।