মোঃ আরিফুল ইসলামঃ চলমান জাটকা রক্ষা কর্মসূচির আওতায় চাঁদপুর সদরের হরিণা নৌ পুলিশের চিরুনী অভিযান চলছে। এতে করে মেঘনা নদীর নৌ সীমানায় অভিযান চালিয়ে তারা ১ মার্চ থেকে ২রা’ এপ্রিল পর্যন্ত প্রায় ৮৬ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে।
জানা যায়, মেঘনা নদীতে দিনরাত টহল দিয়ে ৪০ জন জেলে আটক করা হয়েছে এবং ১১ টি নৌকা ও ৬০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। এসব জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে ১৩ টি নিয়মিত মামলা করে তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে হরিণা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, জাটকা রক্ষায় আমরা দিনরাত নদীতে অভিযান করে আসছি। চলমান এই অভিযান অব্যাহত থাকবে।