চয়ন ঘোষঃ চাঁদপুরের মতলব দক্ষিণের উপাদী উত্তর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ভিজিডি কার্ডধারীদের চাউল আত্মসাত করায় তা সুবিধাভোগীদের না দেয়ায় ইউএনও বরাবর ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
২২ জুলাই শনিবার বিকালে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ইউএনও রেনু দাস।
অভিযোগকারীদের পক্ষে ভুক্তভোগী গোলাম মোস্তফার স্ত্রী পারুল বেগম বলেন, আমার অনলাইন কার্ড নাম্বার হচ্ছে ২২৬। যা আমি ইউনিয়ন পরিষদে গিয়ে করেছি। এখন এই ইউনিয়নে ২৮০ জনের জন্য ভিজিডি কার্ডের চাউল বরাদ্দ দেয়া হলেও আমি আমার বরাদ্দের চাউল পাইনি। স্থানীয় মেম্বারকে বললে তিনি চেয়ারম্যানের ঘারে দোষ চাপাচ্ছেন! আবার চেয়ারম্যান ইউপি মেম্বারকে কার্ডের সব চাউল বুজিয়ে দিয়েছেন বলে জানিয়ে আমাদের হয়রানি করছেন।
একইভাবে শাহিনুর নামে আরেক ভুক্তভোগী বলেন, আমার কার্ড নাম্বার হচ্ছে ২২৭। অতছ অনুমোদনকৃত ২৮০ জনের মাঝে ভিজিডি কার্ডের চাউল বিতরণের কথা থাকলেও আমাকে দেয়া হচ্ছেনা। তাই ন্যায়ের প্রত্যাশায় ইউএনও বরাবর আমরা লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে উপাদী উত্তর ইউনিয়নের ৮নং ইউপি সদস্য মামুন মিয়াজী বলেন, আমি কার্ড পাইছি মাত্র ২২টা। সেখানে ওনাদের কার্ড নেই। এর সমাধান চেয়ারম্যানের কাছে আমার কাছে কিছুই করার নেই।
অভিযোগ প্রসঙ্গে উপাদী উত্তর ইউপি চেয়ারম্যান শহিদউল্লাহ প্রধান বলেন, বিষয়টি আমি শুনেছি। কেন ভুক্তভোগীরা কার্ড পায়নি এবং কার ভুলে এমনটা হয়েছে আমি দেখছি। তবে চাউল আত্মসাৎ হয়েছে এটি বলা ঠিক হবেনা।
এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস বলেন, আমি লিখিত অভিযোগ পেয়েছি এবং সাথে সাথে বিষয়টি মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্ত করতে নির্দেশ দিয়েছি।