স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদ পেয়েছেন চাঁদপুরের নুরুল আমিন খান আকাশ। তাকে কুমিল্লা বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।
এই কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বুধবার অনুমোদন দেওয়া ওই কমিটির সহ-সাধারণ সম্পাদক পদ পেয়েছেন নুরুল আমিন খান আকাশ। তিনি বর্তমানে চাঁদপুর জেলা যুবদলের সাধারন সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসেছেন।
দলীয় সূত্র জানায়,চাঁদপুর সরকারি কলেজ থেকে ছাত্রদলের সদস্য হিসাবে রাজনীতি শুরু করেন তিনি। পরে চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। সর্বশেষ তিনি চাঁদপুর জেলা যুবদলের সাধারন সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক,ক্রীড়া, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠনের বিভিন্ন পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।
বিএনপির গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু সভাপতি ও সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না কমিটিতে রাখা হয়। আর সেই কেন্দ্রীয় কমিটিতে কুমিল্লা বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক পদে চাঁদপুর জেলা যুবদলের সাধারন সম্পাদক অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ নির্বাচিত হওয়ায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।