হিলশা নিউজ রিপোর্টঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেছেন, যুবলীগে ভাইলীগার, তদবীর লীগার এবং হাইব্রীডদের কোন স্থান দেয়া হবেনা। যারা হাইব্রীড এবং সাম্প্রদায়িকতাকে হৃদয়ে লালন করেন। তাদেরকে কোনভাবেই যুবলীগের পদ-পদবীতে স্থান দেয়া হবেনা। যারা মনে প্রাণে যুবলীগের আদর্শ লালন করবে দল তাদেরকেই মূল্যায়ন করবে।
১১ই ডিসেম্বর শনিবার বিকালে চাঁদপুর জেলা যুবলীগের বর্ধিত সভায় জেলা শিল্পকলা একাডেমীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেন, ‘অনেকে শুধু দলীয় পদ-পদবী নিয়ে বসে থাকার চেষ্টা করছেন। কিন্তু দলকে শক্তিশালী করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করছেন না। মনে রাখবেন আগামী নির্বচনে দলকে ক্ষমতায় আনতে শেখ হাসিনার হয়ে যুবলীগকে কাজ করতে হবে। ভুলে যাবেন না, দল ক্ষমতায় না আসলে আপনারা কেউ বাসায় আরামে ঘুমাতে পারবেন না। তাই মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়ন কার্যক্রম করেছেন তা জনগণের সামনে তুলে ধরতে হবে। কারন যুবলীগ একটি সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন সেটা কাজের মাধ্যমে বুজিয়ে দিতে হবে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল।
সভায় চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়ার সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন মোঃ বাবর ও মাহফুজুর রহমান টুটুলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক হারিস মিয়া, সহ-সম্পাদক সাইফুল ইসলাম শাহীন পাটওয়ারী, সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, সদস্য মহিউদ্দিন খোকা মজুমদার, বর্ষণ ইসলাম, জাফর ইকবাল মুন্না, আব্দুল হাকিম তানভীর, বাহাউদ্দিন মোল্লা বাহার, ইঞ্জিনিয়ার মোঃ রাসেল মিজি, সুলাইমান মিয়া জীবন, কামরুল হাসান শিপন প্রমূখ।
এ সময় বর্ধিত সভায় জেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।