... বিস্তারিত
রাইজিংবিডি’র উপহার পেলো চাঁদপুরের অমরেশ দত্ত জয়
সজল চন্দ্র দাসঃ বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডট কম এর চাঁদপুর জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয় কে শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে। পোর্টালটির উপদেষ্টা সম্পাদক উদয় হাকিম তাঁর নিজের লেখা ‘সুন্দরী জেলেকন্যা ও রহস্যময় গুহা‘ বইটি শুভেচ্ছা উপহার হিসেবে অমরেশ দত্ত জয়ের হাতে তুলে দেন। এর সাথে ‘মনের খবর’ এর ২টি ম্যাগাজিনও ছিলো।
২২শে ডিসেম্বর মঙ্গলবার বিকেলে ঢাকায় রাইজিংবিডি কার্যালয়ে গেলে তাকে এসব শুভেচ্ছা উপহার দেওয়া হয়।
এছাড়াও রাইজিংবিডির প্রকাশনাও অমরেশ দত্ত জয় কে শুভেচ্ছা উপহার হিসেবে দেওয়া হয়েছে। যা অমরেশ দত্ত জয় এর হাতে তুলে দেন রাইজিংবিডি ডট কম এর বার্তা সম্পাদক নুরুল হক, সহকারী বার্তা সম্পাদক সাইফ বরকতুল্লাহ এবং জেষ্ঠ সহ-সম্পাদক মোঃ ইবনুল কাইয়ুম।
এ দিনে রাইজিংবিডি কার্যালয়ে যাওয়ার পর পরম স্নেহে অমরেশ দত্ত জয় কে সাদরে গ্রহণ করে নেন রাইজিংবিডি ডট কম এর জেষ্ঠ সহ-সম্পাদক মোঃ ইবনুল কাইয়ুম। এ সময় তিনি সবার সাথে অমরেশ দত্ত জয়কে পরিচয় করিয়ে দেন এবং চা চক্রে মিলিত হন। পরে কর্মক্ষেত্রে এগিয়ে যেতে অমরেশ দত্ত জয়কে বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন।