জয় চন্দ্র নাগঃ চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর বলেছেন, রাজনৈতিক সংকট কাটাতে কাজ করছে সবার আস্থার সংগঠন গণফোরাম। তবে দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের কারণে সাধারণ খেটে খাওয়া মানুষ তীব্র শীতে কষ্ট পাচ্ছে। এই গরীব দুঃখী মানুষের মাঝে সমাজের বিত্তবান লোকজন যাতে এগিয়ে আসে সে ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করা উচিত।
১১ জানুয়ারি শনিবার সন্ধ্যায় শহরের চেয়ারম্যানঘাট এলাকায় দলীয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাড: সেলিম আকবর বলেন, একই সাথে দেশে দ্রব্যমূলের উর্দ্ধগতি ও মুনাফা কারীদের কারণে সাধারণ নিরীহ মানুষ মারাত্মক অর্থনৈতিক সংকটে ভুগছে। দল মত নির্বিশেষে সবাইকে গরীব মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদেরকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসা হবে। গরিব শীতার্তদের পাশে দাঁড়াতে আমি উদাত্ব আহ্বান জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা গণফোরামের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, শহর শাখার সভাপতি আবুল খায়ের, সদর উপজেলার সাধারণ সম্পাদক আলমগীর গাজী, শহর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড: আবু সুফিয়ান, জেলা গণফোরামের যুব বিষয়ক সম্পাদক বিজয় মজুমদার, সদস্য হাজী আশরাফ বাবু, শ্রমিক গণফোরাম নেতা হাজী আশরাফ গাজীসহ অন্যান্যরা।