মহসীন আলমঃ চাঁদপুর সদরের ৫নং রামপুর ইউনিয়নের ছোটসুন্দরে বজ্রপাতে মোঃ হাসান মিজি (৪৫) নামে এক দিনমজুর নিহত হয়েছে।
২৩ মে মঙ্গলবার বিকাল ৩ টায় রামপুরের ৭নং ওয়ার্ডে পশ্চিম ছোটসুন্দরে গফুর মিজি বাড়িতে এ দূর্ঘটনা ঘটেছে। নিহত হাসান এ বাড়ির মরহুম কলিম উদ্দিন মিজির ছেলে।
মৃত্যুর বিষয়টি ‘হিলশা নিউজ’-কে নিশ্চিত করেন রামপুরের ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী।
এ বিষয়ে রামপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মারুফ মিজি ‘হিলশা নিউজ’-কে বলেন, ঝড় বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে আমার চাচা হাসান মিজি মারা গেছেন। তিনি পেশায় দিনমজুর এবং এক ছেল ও দুই মেয়ে সন্তানের জনক। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তানসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
এ বিষয়ে রামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী ‘হিলশা নিউজ’-কে বলেন, বজ্রপাতে ঘটনাস্থলেই হাসান মিজির মৃত্যু হয়। আমি তার এমন মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।