... বিস্তারিত
রামপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পলাশের উঠান বৈঠক
স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে উঠান বৈঠক ও শিক্ষামন্ত্রীর সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল হোসেন পাটওয়ারী পলাশ। গত১৮ ডিসেম্বর শুক্রবার বিকেলে ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিণ মনিহার মিজি বাড়ীতে দলীয় নেতাকর্মী ও সুধীজনদের সাথে নিয়ে এলাকাবাসীদের সাথে উঠান বৈঠক করে নিজের গ্রহন যোগ্যতা উপস্থাপন করে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন। এ ছাড়া উপস্থিত সকলকে নিয়ে এই এলাকার গর্ব শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি’র সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করেন। উক্ত উঠান বৈঠকে ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইদ্রিস চৌধুরীর সভাপতিত্বে, সাবেক ছাত্রনেতা নাদিম খানের পরিচালনায় বক্তব্য রাখেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পাটওয়ারী পলাশ। তিনি জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন নিয়ে উক্ত পদে নির্বাচন করতে চাই। রামপুর ইউনিয়ন পরিষদের সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দিতে এবং বর্তমান সরকারের ২০২১ ভিষন বাস্তবায়নের লক্ষ্যে ও দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শিক্ষামন্ত্রীর ইউনিয়নে কাজ করতে চান। তাই আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। এসময় বক্তব্য রাখেন
আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, মান্নান খান, মোঃ মাহফুজ, ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আঃ খালেক পাটওয়ারী,
, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাসান খান, ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ৩নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ শরীফ, যুবলীগ নেতা জুয়েল মোল্লা, আলী চৌধুরী, ইউনিয়ন ছাত্রলীগ সাবেক নেতা রিপন পাটওয়ারী, তামিম হোসেন, ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী, ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেন, আবু বকর সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসী।