মহসীন আলমঃ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট জাহিদুল ইসলাম রোমানের সুস্থ্যতা কামনায় রামপুরে মসজিদে দোয়ার আয়োজন করেছেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও শিক্ষামন্ত্রী ডা. মনি’র আস্থাভাজন এবিএম রেজওয়ান।
৩০ অক্টোবর শুক্রবার বাদ জুমা রামপুর ইউনিয়নের উত্তর মনিহার জামে মসজিদে এই বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এ দোয়ায় সবাই চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনের জনপ্রিয় নেতা রোমানের রোগমুক্তি কামনা করেন। এছাড়াও এলাকার নেতাকর্মীসহ অসুস্থ্যদের সুস্থ্যতা কামনাতেও বিশেষ দোয়া করা হয়।
এই দোয়া অনুষ্ঠানে অংশ নেন ৫নং রামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন লিটু, প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবিব চৌধুরী, আওয়ামীলীগ নেতা রতন চৌধুরী, তাজুল ইসলাম, ছলেমান মিজি, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মনির চৌধুরী, ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন মজুমদার, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার, উপজেলা ছাত্রলীগের সম্মানীত সদস্য সোহাগ চৌধুরী, ইউনিয়ন ছাত্রলীগ নেতা জুম্মান পাটওয়ারী, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইদ্রিস চৌধুরী, ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল শেখ, কামরাঙ্গা কলেজ ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকার মুসুল্লীগন।
এদিকে এই অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান এবং মিলাদ পরিচালনা করেন মাওলানা মোঃ নূরে আলম।