অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুর পৌর ৯নং ওয়ার্ডের মেঘনা নদী সংলগ্ন বেপারী বাড়ীর পাশে দু’দিন যাবৎ একই স্থানে বিষধর রাসেল ভাইপার সাপ ঝুলে থাকায় ছোবল আতঙ্কে রয়েছে এলাকাবাসী।
১৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে ঘটনাস্থল বেপারি বাড়ীতে গিয়েও সাপটিকে একই স্থানে নড়চড়া করতে দেখা যায়।
স্থানীয় গণমাধ্যমকর্মী মোবারক হোসেন ‘হিলশা নিউজ‘-কে বলেন, নদীর তীর ঘেষে একটি বাড়ীর পাশে সবজি গাছে ঝুলে আছে রাসেল ভাইপার সাপটি। আর তার কয়েক গজ দূরেই ছোট ছোট বাচ্চা মুরগীর একটি খামাড়। ধারণা করছি ওই মুরগীর খামারের বাচ্চাগুলো খেতেই সাপটি দু’দিন ধরে সুযোগ খুঁজছে। তবে সাপটি কাউকে ছোবল দেয় কিনা সে আতঙ্কে রয়েছে পুরো এলাকাবাসী।
এ বিষয়ে চাঁদপুর সদরের বন কর্মকর্তা বিল্লাল হোসেন ‘হিলশা নিউজ‘-কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাসেল ভাইপার সাপটি হয়তো খাদ্য সংকটে চর থেকে উঠে এসে ওই বাড়ীটির পাশে অবস্থান নিয়েছে। রাসেল ভাইপার সাপ বিষ ছুঁড়ে মারার অভ্যাস থাকায় লোকজনকে সাপটি দেখতে ভীড় জমাতে নিষেধ করেছি। আমরা সাপটির ব্যপারে এটি ধরে ফেলার এক্সপার্টদের সাথে আলাপ আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নিবো।