হিলশা নিউজ প্রতিবেদকঃ শিক্ষা, ঐক্য, প্রগতি এ ৩টি স্লোগানের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। যুগে যুগে রয়েছে এ ছাত্রসংগঠনের ইতিহাস ও ঐতিহ্য। তার ওই ধারাবাহিকভাবে দৃষ্টান্ত স্থাপন করে আসছিল শাহরাস্তি উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল।
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার অন্যতম রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল ইউনিট।
জানা যায় যে, সদ্য বিদায়ী কমিটির মেয়াদ শেষ হয় ২০১৮ সালে। তারপর থেকে অদ্য পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীরা ছিল অভিভাবকহীন।
কিন্তু শাহরাস্তি উপজেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়ন কমিটি অনুমোদন দিচ্ছে। সর্বশেষ উপজেলা আহ্বায়ক কমিটি টামটা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের কমিটি অনুমোদন দেন ২৩ই জানুয়ারি। তার ওই ধারাবাহিক যে কোন সময়ে অনুমোদন দিতে পারে রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের কমিটি।
এর মধ্যে গুঞ্জন পড়েছে কে হচ্ছেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের কাণ্ডারি। এ বিষয় জানতে চাইলে রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল নেতা, আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ইব্রাহীম খলিল বলেন, বর্তমান দলের এই দুঃসময়ে যারা তৃণমূল নেতাকর্মীদের কে আগলে রাখতে পারবে তাদেরকেই আমরা ছাত্রদলের কান্ডারী হিসেবে দেখতে চাই। এছাড়াও আওয়ামী পরিবারের কোনো সদস্য জেনো ছাত্রদলের দায়িত্বে না আসতে পারে সেদিকে আমাদেরকে সজাগ থাকতে হবে।
অন্য দিকে ইউনিয়ন ছাত্রদলের আরেক নেতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আলী আজম জানান যে, কোন কর্মী, কোন নেতার লোক, এ বিষয়ে না দেখে প্রকৃত ছাত্রনেতাদের কেই দায়িত্বে আনা উচিৎ। এছাড়াও নেতাকর্মীদের খোঁজখবর না নেয়া, অছাত্র, চাকরিজীবী, এলাকায় থাকে না এমন কোন নেতাকে ছাত্রদলের দায়িত্বে আনলে ছাত্রদলের ইতিহাস, ঐতিহ্যের সাথে বেইমানী হবে বলে জানান এ ছাত্রদলের নেতা।
এ দিকে সদ্য বিদায়ী ছাত্রদল নেতা গোলাম কিবরিয়া জানান, আমি দীর্ঘ দিন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ও শাহরাস্তি উপজেলা ছাত্রদলের দায়িত্বে ছিলাম।
আমরা আমাদের দায়িত্বকালে সর্বোচ্চ চেষ্টা করেছি, কেন্দ্রীয় সংগঠনের দৃষ্টিভঙ্গির আলোকে ছাত্রদলকে ঢেলে সাজানো। রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোন অছাত্র, চাকুরীজীবী ও আওয়ামী পরিবার থেকে ছাত্রদলের দায়িত্বে আনবেন না উপজেলা ছাত্রদল এটাই আশা করছি।
এছাড়াও কেন্দ্রীয় সংগঠন এর দৃষ্টিভঙ্গি ২০১০ সালের পূর্বে এসএসসি পরীক্ষার্থীরা ও দায়িত্বে আসতে পারবে না, সে বিষয়েও উপজেলা ছাত্রদল দৃষ্টি রাখবেন। এ ছাড়াও সাবেক এ ছাত্রনেতা জানান, কোন ব্যক্তির স্বার্থে, ব্যক্তির পছন্দের ও ব্যক্তির ক্ষোভের বহিঃপ্রকাশে যেন প্রিয় সংগঠন ছাত্রদলের নেতৃত্ব কোরবানি না হয় সেই আশাই করছি শাহরাস্তি উপজেলা ও চাঁদপুর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের কাছে।