... বিস্তারিত
রোটারিয়ান রিপন সাহার মাতার শ্রদ্ধানুষ্ঠান
হিলশা নিউজ রিপোর্টঃ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর শহর শাখার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এবং সংগঠক রোটারিয়ান রিপন সাহার মাতা রোটন সাহার মৃত্যুতে শ্রাদ্ধনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৮ ডিসেম্বর শুক্রবার দুপুরে পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সে এ শ্রাদ্ধ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, হরিসভা মন্দির কমপ্লেক্সের সভাপতি ও চাঁদপুর চেম্বারের সিনিয়র সহ সভাপতি সুভাষ চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটাঃ কাজী শাহাদাত,পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রাধাগোবিন্দ গোপ,জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি
নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক বিমল চৌধুরী,
সাংবাদিক লক্ষণ চন্দ্র সূত্রধর, লোকনাথ মন্দির কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কার্তিক চন্দ্র সাহা, রাম ঠাকুর মন্দিরের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অজয় কুমার ভৌমিক, তপন সরকার, চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি নাসির খান ২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মালেক শেখ,
মট ও মন্দির কমিটির ধর্মবিষয়ক সম্পাদক বিবেক লাল মজুমদারসহ আরো অনেকে।
এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার অগণিত মানুষ শ্রাদ্ধা অনুষ্ঠানে যোগ দিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন।
উল্লেখ্য পুরান বাজারের বিশিষ্ট চাল ব্যবসায়ী সমর কান্তি সাহার স্ত্রী ও রোটাঃ রিপন সাহার মাতা গত ৩ ডিসেম্বর পরলোকগমন করেন।
ছবি ক্যাপশনঃ পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্স ব্যবসায়ী ও রোটারিয়ান রিপন সাহার মাতা রোটন সাহার মৃত্যুতে শ্রাদ্ধনুষ্ঠানে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল ও চেম্বার সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়সহ অন্যদের দেখা যাচ্ছে।