স্টাফ রিপোর্টারঃ রোটারি ৩২৮২ বাংলাদেশে চলতি ২০২৩-২৪ রোটাবর্ষে এডিশনাল সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন সমাজসেবক রোটারিয়ান জামাল হোসেন।
১৩ জুলাই বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন এ রোটাবর্ষের ৩২৮২ জেলার গভর্নর রোটারিয়ান ইঞ্জিনিয়ার মতিউর রহমান।
জানা যায়, জামাল হোসেন চাঁদপুর শহরের গুয়াখোলার বাসিন্দা। সেখানের করিম মঞ্জিলে তিনি স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে নিয়ে বসবাস করছেন। আর পরিবারকে সাথে নিয়েই তিনি নানান সংগঠনে সম্পৃক্ত থেকে সমাজসেবা চালিয়ে যাচ্ছেন।
জামাল হোসেন চাঁদপুর চেম্বার অব কমার্সের ৩ বারের পরিচালক ছিলেন। এরপর চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে নেতৃত্বের মাধ্যমে তিনি দিনের থেকে রাতের চাঁদপুরকে ১শ’ ট্রহল সদস্য নিয়ে নিরাপদ করে তুলেছেন। এছাড়াও তিনি রেডক্রিসেন্ট, ডায়াবেটিক হাসপাতাল ও মাজহারুল হক চক্ষু হাসপাতালেও সম্পৃক্ত রয়েছেন।
আরো জানা যায়, জামাল হোসেন একজন সমৃদ্ধ রোটারিয়ান। ২০০০ সালে তিনি চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের সদস্য হয়ে রোটারি আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করেন। এরপর নানা দায়িত্ব শেষে ২০০৫-০৬ রোটাবর্ষে এই ক্লাবের সেক্রেটারী এবং ২০০৬-০৭ রোটাবর্ষে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। এরপর তিনি এই ক্লাব হতে পরবর্তীতে রোটারি জেলা ৩২৮২ তে এসিস্ট্যান্ড গভর্ণরের দায়িত্ব পান। ঐ সময়ে ২০১৮-১৯ রোটাবর্ষে তিনি ভারতে ট্রেনিংয়ে গিয়ে রোটারি ৩২৮২ কে চমৎকারভাবে তুলে ধরেছিলেন। বর্তমান ২০২৩-২৪ রোটাবর্ষে তিনি এডিশনাল গভর্ণর পদে দায়িত্ব পালনের জন্য মনোনীত হয়েছেন।
এদিকে এক সাক্ষাৎকারে রোটারিয়ান জামাল হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, আমি সবসময় রোটারি অঙ্গনে সবাইকে নিয়ে সংগঠনের দায়িত্ব পালনে মনোযোগী। আমাকে এবার এতো বড় একটি দায়িত্ব দেয়ায় আমি আমাদের ৩২৮২ বাংলাদেশ এর গর্ভনর রোটারিয়ান ইঞ্জিনিয়ার মতিউর রহমান মহদোয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।