... বিস্তারিত
রোটারেক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুর এর মাসিক সভা অনুষ্ঠিত
প্রান কৃষ্ণ দাসঃ চাঁদপুর শহরে আনন্দঘন পরিবেশে রোটারেক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুর এর নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ শে জানুয়ারি শুক্রবার চাঁদপুর পৌর নিউমার্কেটের তৃতীয় তলার রোটারি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
রোটারেক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুর এর সভাপতি রোটারেক্টর মোঃ নাজমুল ইসলাম রাজের সভাপতিত্বে এবং সচিব রোটারেক্টর সামিউল প্রধানের সঞ্চালনায় সভায় আসন্ন ২০ তম অভিষেকের অনুষ্ঠান সফল করার লক্ষ্যে ব্যাপক আলোচনা হয়।
সভায় রোটারেক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুর এর প্রতিষ্ঠাতা সচিব ও সাবেক সভাপতি আব্দুল আওয়াল রুবেল, সাবেক সভাপতি বজলুল সোহেল,সাবেক সভাপতি রোটারেক্টর জি এম মোস্তাফিজুর রহমান, সদ্য বিদায়ী সভাপতি রোটারেক্টর দ্বিন মোহাম্মদ দিলরাজ,সহ-সভাপতি রোটারেক্টর নজরুল ইসলাম নিলয়, ক্লাব সার্ভিস ডিরেক্টর রোটারেক্টর পাপিয়া শেলী, কো-কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রোটারেক্টর কামরুন নাহার রিমা, সদস্য রোটারেক্টর খলিলুর রহমান, সদস্য রোটারেক্টর প্রাণ কৃষ্ণ দাস সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।