মোঃ হোসেন গাজীঃ রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল গার্ডেনের ইয়ার লঞ্চিং ও কলার হ্যান্ডওভার সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।
৬ জুলাই শুক্রবার বিকালে ক্লাব কার্যালয়ে এই অনুষ্ঠান করা হয়।
এতে নতুন রোটাবর্ষ ২০২৩-২৪ এর জন্য রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল গার্ডেনের সভাপতি হিসেবে রোটাঃ ইব্রাহীম খলিল রিয়াদ ও সচিব হিসেবে রোটাঃ অমরেশ দত্ত জয় দায়িত্ব গ্রহণ করেন। তাদেরকে ক্লাবের কলার হ্যান্ডওভারের মাধ্যমে দায়িত্ব বুজিয়ে দেন ২০২২-২৩ রোটাবর্ষের সভাপতি রোটাঃ নজরুল ইসলাম নিলয় ও সচিব রোটাঃ ইসতিয়াক খন্দকার সৈকত।
এসময় ক্লাবের আরসিসি রোটারিয়ান আব্দুল বারী জমাদার মানিক, ডিডিআরআর রোটাঃ দ্বীন মোহাম্মদ দিলরাজ, এডিআরআর রোটাঃ আলআমিন, ডিস্ট্রিক সেক্রেটারি রোটাঃ হাবিবুর রহমান টিটু, ডিস্ট্রিক ইডিটর রোটাঃ শিশির সাহা, সেন্ট্রাল গার্ডেনের পাস্ট প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান, পাস্ট প্রেসিডেন্ট সামিউল প্রধানসহ ক্লাবের বোর্ড মেম্বারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।