রিয়ন দেঃ রোটার্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুর এর নিয়মিত সভা সম্পন্ন হয়েছে। ৫ আগস্ট শুক্রবার সকাল ১০ টায় চাঁদপুর রোটারি সেন্টারে নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের প্রেসিডেন্ট রোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি রোঃ ইসতিয়াক খন্দকার সৈকতের পরিচালনায় নিয়মিত সভায় উপস্থিত ছিলেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোঃ দ্বীন মোহাম্মদ, রোঃ নাজমুল ইসলাম, সদ্য বিদায়ী প্রেসিডেন্ট রোঃ সামিউল প্রধান।
নিয়মিত সভায় ক্লাবের পরবর্তী কর্মসূচি সম্পর্কে আলোচনা সম্পন্ন হয়েছে। পাশাপাশি ক্লাবের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট রোঃ সামিউল প্রধান ও ক্লাব মেম্বার রোঃ রিদয় খন্দকারের জন্মদিন উদযাপন করা হয়েছে। এছাড়া ডিস্ট্রিক্ট ইনস্টলেশন অনুষ্ঠানের গিফট ক্লাব সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
সভায় রোঃ রিয়ন দে কে আনুষ্ঠানিকভাবে ক্লাবের সদস্য পদ দেওয়া হয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট রোঃ রাকিব পাটওয়ারী, ক্লাব সার্ভিস ডিরেক্টর রোঃ তাবিতা, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রোঃ আল আমিন সানি, ট্রেজারার রোঃ আফসানা পাটওয়ারী, চিফ সার্জেন্ট রোঃ সাইমুন পাটোয়ারী, সার্জেন্ট রোঃ নাহিদ হোসাইন, রোঃ ফাতেমা খন্দকার, মেম্বার রোঃ রিদয় কর্মকার, রোঃ রিয়ন দে।