স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিএনপির দুঃসময়ের কান্ডারী মামলা হামলা ও কারা নির্যাতিত ত্যাগী নেতা মরহুম কামরুল হাসান ভূঁইয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ রমজান ১৬ এপ্রিল শনিবার বাদ আছর ইফতার পূর্ব মুহূর্তে মরহুম কামরুল হাসান ভূঁইয়ার বহরিয়া শ্রীরামপুর নিজ বাড়ির সামনে মসজিদে আবু বকর সিদ্দিক (রাঃ) জামে মসজিদে তার ছোট ভাই চাঁদপুর সদর উপজেলা বিএনপির সদস্য ও লক্ষীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি, পুরাণ বাজার ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক নেতা মোঃ সুমন আহমেদ ভূইঁয়া’র উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ নং লক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরু ভূঁইয়া, সাধারন সম্পাদক শহীদ বেপারী, সহ সাধারণ সম্পাদক, শাহআলম মানিক, তৈয়ব আলী খান, সাবেক সভাপতি ও বর্তমান থানা কমিটির সহ সভাপতি আঃ মান্নান খান, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল হোসেন বেপারী, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কালু রাঢ়ি, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নুর মোহাম্মদ বেপারী, যুগ্ম আহ্বায়ক নুরু পাটওয়ারী,লক্ষীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফয়েজ আহমেদ বেপারী, সাধারণ সম্পাদক খোরশেদ আলম মিয়াজি, লক্ষীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর রাসেল, সাংগঠনিক সম্পাদক ওবায়েদ ভূঁইয়া, হানারচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বিল্লাল গাজী, চান্দ্রা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আজাদ বেপারী, লক্ষীপুর ইউনিয়নের ৩নং , ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাহাদাত খান, সিনিয়র সহসভাপতি হানিফা গাজী সাংগঠনিক সম্পাদক আমিন খান, ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মুকসুদ মিজি স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিন্টু মিজি, জসিম মৃধা, সাকিল মিজি, রাকিব মিয়া, শাহাদাত কাজী প্রমুখ।
এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে মরহুম কামরুল হাসান ভূঁইয়ার রুহের মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মরহুম পিতা এবং অসুস্থ মাতার জন্য দোয়া করা হয়।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মসজিদে আবু বকর সিদ্দিক (রাঃ) জামে মসজিদের ইমাম মাওঃ সাদেকুল ইসলাম।