মোঃ শরিফ হোসেনঃ তোমাদের বিদায় দিতে হবে একথা ভেবে সত্যিই অন্তরে নিদারুন ব্যাথা অনুভব করছি। কিন্তু কি করব, এ জাগতিক চিরন্তন প্রথাকে উপেক্ষা করা যাবে না। তাই বার বার শুধু মনে পড়ে কবি গুরুর সেই অমর বাণী- গভীর ক্রন্দন, যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায়।” তাই ভেবে ক্ষুন্ন মনে এসেছি হৃদয়ের অকৃত্রিম শ্রদ্ধাঞ্জলীটুকু দিয়ে যেতে।
বলছি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার লাউতলী ডাঃ রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ২০২৩ সালের এস এসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে অধ্যয়ণরত ছাত্র/ছাত্রীদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী ও ময়া ঝরা দুটি কথা।
গতকাল (২২ মার্চ)বুধবার দুপুরে লাউতলী ডাঃ রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়াম হলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আ. মতিন পাটওয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,কমিটির সদস্যগনের মধ্যে জনাব ডা: আবুল খায়ের, মোস্তফা কামাল,অবসর প্রাপ্ত উইং কমান্ডার আলী হায়দার,মোঃ জগলুল স্যার,তুহিন সুলতানা,দাতা সদস্য ডাঃ শাহিন সুলতানা আহমেদ,- সহকারী শিক্ষক আজহারুল হক,
সরকারী অধ্যাপ মোঃআফজাল আলম চৌধুরী,সহঃ অধ্যাপক বাবুল চন্দ্র পাল, সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের
সহ-সভাপতি মোঃ সফিউল্যা (সুজন)সহ আরো অনেকেই এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক-শিক্ষিকা ছাত্রছাত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে বিদায় অনুষ্ঠান শেষে শিক্ষাবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এম.পি. এবং বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এর পক্ষ থেকে ২০২৩ ইং সনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ও দাখিল পরীক্ষায় অংশগ্রহনকারী পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সহায়ক সামগ্রী উপহার বিতরণ করেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ সফিউল্যা (সুজন)এবং অনিক কম্পিউটার সেন্টার এর পক্ষ থেকেও উপহার সামগ্রী বিতরণ করা হয়।