মোঃ হোসেন গাজীঃ নরসুন্দর শঙ্কর চন্দ্র শীলের আশ্চার্যজনক মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে চাঁদপুর জেলা শীল সমিতি।
২৫ ফেব্রুয়ারী শনিবার ‘হিলশা নিউজ’-এ সংগঠনের পক্ষে এই শোকবার্তা পাঠিয়েছেন জেলা শীল সমিতির সভাপতি চন্দন চন্দ্র শীল।
জানা যায়, শহরের ওয়ারল্যাস বাজারের শীল বাড়ীর বাসিন্দা শঙ্কর চন্দ্র শীল। যিনি জেলা শীল সমিতির সাবেক সভাপতির দায়িত্বে ছিলেন। দাম্পত্যজীবনে শঙ্কর চন্দ্র স্ত্রী ও তার সন্তানসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে শোকবার্তায় জেলা শীল সমিতির সভাপতি চন্দন চন্দ্র শীল ‘হিলশা নিউজ’-কে বলেন, মরনব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে শঙ্কর চন্দ্র শীল পরলোকগমন করেছেন। ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত ১২ টায় নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শঙ্কর দাদার মৃত্যুতে আমরা আমাদের সংগঠনের একজন বটবৃক্ষকে হারালাম যা অপূরণীয়। আমরা দাদার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।