স্টাফ রিপোর্টারঃ আসন্ন মাহে রমজান উপলক্ষ্যে পুরাণবাজার মসজিদ পট্টির মুদী ব্যবসায়ি মেসার্স ভাই ভাই স্টোরের মালিক মোঃ শাহজালাল (জালাল)
শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন।
রোববার (১৯ মার্চ) বিকেলে সে তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে রোজার খাদ্য সামগ্রী বিতরণের জন্য পণ্য প্যাকেটজাত করেন।
সোমবার এগুলো শহরের কোড়ালিয়া রোড ও খেরুদিয়া বাংলাবাজার এলাকার স্থানীয় অসহায় পরিবারের মাঝে বিতরণ করবেন।
রমজান মাসের জন্য প্রয়োজনীয় নিত্যপণ্য হিসেবে দুই কেজি করে তেল,চিনি,চিড়া, মুড়ি,ছোলা,খেসারি ডাল,খেজুর ও শরবতের ট্যাং প্রতি পরিবারকে দেয়া হবে।
এ ব্যপারে ব্যবসায়ি জালাল জানান, গত কয়েক বছর যাবৎ নিজের সামর্থ অনুযায়ী রমজানে কিছু পরিবারকে ইফতার খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি যাতে একাজ অব্যাহত রাখতে পারি সকলের দোয়া চাই।