রিয়ন দেঃ চাঁদপুরে উৎসাহ উদ্দীপনা নিয়ে “বৃক্ষপ্রাণে প্রকৃতি প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” স্লোগানকে ধারন করে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন হতে যাচ্ছে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষমেলার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
২৩ জুলাই শনিবার চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী শুরু হওয়া এই মেলা চলবে ২৯ জুলাই পর্যন্ত।
জানা যায়, চাঁদপুর জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর জেলা কার্যলয়ের আয়োজনে এই মেলা হতে যাচ্ছে।
এদিকে বৃক্ষমেলায় উদ্বোধনী দিনে চাঁদপুর জেলা প্রাশাসক কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বৃক্ষমেলায় উদ্বোধনী দিনের আলোচনা সভায় অংশ নিবেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আলী, জেলা আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দীন আহমেদ, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু নাঈম পাটওয়ারী দুলাল, পৌরসভায় মেয়র জিল্লুর রহমান জুয়েল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম দেওয়ান প্রমূখ।
উল্লেখ্য, বৃক্ষমেলায় বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা সম্বলিত ষ্টল থাকবে। যা শিক্ষামন্ত্রীসহ আন্যান্য অতিথিবৃন্দ উদ্বোধনী দিন ঘুরে দেখবেন।