... বিস্তারিত
শহীদদের প্রতি চাঁদপুর জেলা বিএনপির শ্রদ্ধা
হিলশা নিউজ রিপোর্টঃ চাঁদপুর শহরে স্থাপিত স্বাধীনতা স্তম্ভ অঙ্গীকার পাদদেশে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চাঁদপুর জেলা বিএনপি।১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে এদিন সকাল সাড়ে আটটায় শহরে বিজয় শোভাযাত্রার মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম, যুগ্ম আহ্বায়ক মুনীর চৌধুরী দেওয়ান শফিকুজ্জামান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহির উদ্দিন বাবর,আলহাজ্ব মোশারফ হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হযরত আলী,জেলা যুবদলের সভাপতি (ভারপ্রাপ্ত) মানিকুর রহমান মানিক,সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিন সকাল সাতটার সময় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।