অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুর জেলা শারদাঞ্জলি ফোরামের পক্ষে সংগঠনটির সভাপতি রিপন কুমার সাহা সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন।
২৪শে অক্টোবর শনিবার এক শুভেচ্ছাবার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
তিনি জানান, বাংলাদেশের প্রতিটি জনগোষ্ঠীর রয়েছে সমান অধিকার। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জোড়ালো প্রদক্ষেপে সেই অধিকার নিশ্চিত হচ্ছে। আর সেই চেতনাকে লালন করেই সনাতনীদের সেবায় কাজ করে চলেছে শারদাঞ্জলী ফোরাম। যারা বিনাস্বার্থে সনাতনীদের পাশে জরুরী প্রয়োজনে সহযোগিতার হাত নিয়ে পাশে দাঁড়াচ্ছে। কেননা শারদাঞ্জলি ফোরামের প্রতিটি সারথির মাঝে নেই কোন ভেদাভেদ, সবাই অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী।
রিপন কুমার সাহা আরও জানান, শারদীয় দূর্গা পূজার উৎসবটা সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। প্রতিবছর এই উৎসবটি বিশাল আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়। যা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে উৎসবটি উপভোগ করে থাকে। বর্তমানে করোনা মহামারির কারণে বিশ্ব যেন স্থবির হয়ে আছে। তাই সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই এই উৎসবের আনন্দে মেতে উঠুক। এই প্রত্যাশায় সবাইর প্রতি রইলো শারদীয় দূর্গোৎসবের প্রীতি ও শুভেচ্ছা।
